ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে শিবিরের ২ সেক্রেটারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
পটুয়াখালীতে শিবিরের ২ সেক্রেটারি আটক

পটুয়াখালী: পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (৩০) ও পৌর শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিক পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে তারা বরিশাল থেকে পটুয়াখালী আসছিলেন।

আটক নেতারা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় কিছুদিন আগে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।