ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
সিলেটে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘলেও, দু’টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপশহর ‘বি’ ব্লকের ২৮ নং সড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নিখোঁজ দিনারের সহযোগী সাবেক ছাত্রদল নেতা উমেদুর রহমান উমেদ গ্রুপের নেতাকর্মীরা একটি বাসায় ঘরোয়া সভা করে।

খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার গ্রুপের নেতাকর্মীরা বাসার সামনে এসে দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

এ সময় উভয় গ্রুপের লোকজন একে অপরকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।