ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মুক্তাঙ্গণে ইসলামী আন্দোলনের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

ঢাকা: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাবেশে বক্তরা  বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল ও এর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন শুরু করে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জনগণ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার সমুচিত জবাব দেয়। এবারো তারা ক্ষমতায় এসে একই পথ অনুসরণ করছে। এর পরিণতিও ভালো হবে না। ’

সরকারকে তার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে বক্তরা আরো বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। ’

ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় ১৭০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।