ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দায়রা আদালতে তিন মামলায় রিজভীর জামিন আবেদন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
দায়রা আদালতে তিন মামলায় রিজভীর জামিন আবেদন নামঞ্জুর রুহুল কবির রিজভী

ঢাকা: রাজধানীর খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা সহিংসতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) জামিনের আবেদনের শুনানি শেষে এসব আবেদন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।



জামিনের ‍আবেদন নামঞ্জুরের তথ্য জানিয়েছেন রিজভীর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ।

একইসঙ্গে তার জামিনের আবেদনও নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মামলা তিনটি গত জানুয়ারি মাসে খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা হয়। এসব মামলায় রিজভী এজাহারভুক্ত আসামি।

এর আগে মামলাগুলোতে জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।