ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলানিউজকে তাজুল

মধ্যবর্তী নির্বাচনে বিদেশি চাপ নেই

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
মধ্যবর্তী নির্বাচনে বিদেশি চাপ নেই মো. তাজুল ইসলাম চৌধুরী (ফাইল ফটো)

ঢাকা: যারা ভাবছেন বিদেশিদের চাপে মধ্যবর্তী নির্বাচন হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। ভারত, চীন, জাপান কেউই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না।


 
বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ মন্তব্য করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিরোধীদলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী।
 
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে তিনটি প্রভাবশালী দেশের সরকার প্রধান সফর করেছেন। চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং তিনদিনের সফরে বাংলাদেশ ঘুরে গেছেন। এর আগে সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আর চলতি সপ্তাহে বাংলাদেশের সবচেয়ে নিটকতম প্রতিবেশী ও প্রভাবশালী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।

বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালনকারি এই তিন রাষ্ট্রের ক্ষমতার নিয়ন্ত্রকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন জাতীয় পার্টির এই নেতা। তাদের সঙ্গে কথা বলে তার এমনটি মনে হয়েছে বলে জানান।
 
তাজুল ইসলাম চৌধুরী বলেন, বৃহৎ এই তিনটি দেশের সরকার প্রধান বাংলাদেশ সফরে এলে তাদের সঙ্গে আমি সাক্ষাত করেছি। তারা কেউই ‍আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তারা বলেছে, তোমাদের রাজনীতি তোমরা নির্ধারণ করবে। আমাদের এ বিষয়ে কোন আগ্রহ নেই।
 
তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় ভারত প্রধানমন্ত্রী রাজনীতি নিয়ে কোন আলোচনাই তোলেননি। সব কথা হয়েছে উন্নয়ন ও দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। তবে মৌলবাদ-জঙ্গিবাদের উত্থান রোধে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
 
তাজুল ইসলাম চৌধুরী বলেন, মোদি তো বাংলাদেশের উন্নয়ন দেখতে চান। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হোক সে বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। এতে সহায়তা করতে প্রস্তুত আছেন তিনি।
 
তাজুল ইসলাম চৌধুরী বলেন, যারা মনে করছেন, বিদেশিরা এসে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে, আমি মনে করে তারা বোকার স্বর্গে বাস করছেন। প্রভাবশালী এই তিনটি দেশ মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে বলেও কথা বলে মনে হয়নি।
 
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন হওয়ার পর থেকেই বিএনপি জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশ-বিদেশে এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নি। বিদেশিরা এই নির্বাচন মেনে নেবে না। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকম প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে বাংলাদেশকে।
 
সর্বশেষ ভারতের নির্বাচনে যখন কংগ্রেস শোচনীয় পরাজয় বরণ করে তখন বিএনপি জোটের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছিলো। বিএনপি নেতারা ইনিয়ে বিনিয়ে অনেক সময় বলেছেন, ভারতের কংগ্রেস সরকার আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। কংগ্রেসের পতন হয়েছে, এবার আওয়ামী লীগকে রক্ষা করে কে? তারা ধরেই নিয়েছিলো- মোদি আওয়ামী লীগকে মেনে নেবেন না। মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করবেন আওয়ামী লীগকে।
 
সেই স্বপ্নে বিভোর ছিলো বিএনপি তথা ২০ দলীয় জোট। কিন্তু মোদির সফর শেষে সেই আশাও উবে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।