ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্রলীগের সম্মেলনে বৃষ্টির বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ঢাবি ছাত্রলীগের সম্মেলনে বৃষ্টির বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রায় চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ২৮তম সম্মেলন বাধ সেঁধেছে বৃষ্টি। সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও নতুন সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা।



বৈরী আবহাওয়ায় বিকেলেও সম্মেলন করা যাবে কি না তা নিয়ে শঙ্কিত নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের এ সম্মেলন উদ্বোধন করার কথা ছিলো। এতে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিলো ছাত্রলীগের সাবেক সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। প্রতিকূল আবহাওয়ার কারণে সম্মেলনস্থলে আসতে পারেনি মন্ত্রী।

সকাল থেকেই আকাশে ছিলো মেঘের ঘনঘটা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। নয়টার পর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এর মধ্যেই বিভিন্ন হল থেকে ব্যান্ড পার্টি, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসতে থাকে ছাত্রলীগ নেতা-কর্মীদের মিছিল।

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরেই সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি চলছিলো। সকালে বৃষ্টির মধ্যেই নেতা-কর্মীদের নিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসেছি। তবে এখন বৃষ্টির কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সম্মেলনের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আসলে প্রকৃতির উপর তো কারো হাত নেই।

তিনি আরও জানান, আবহাওয়ার যে অবস্থা তাতে শেষ পর্যন্ত সম্মেলন করা যাবে কি না তা নিয়েও সন্দিহান।

গত ৮ মে এক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের এই দিনক্ষণ নির্ধারণ করার পর থেকেই পদ প্রত্যাশীদের তোড়জোড় শুরু হয়। বিভিন্ন হল কমিটির সভপতি-সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় কমিটির নেতাসহ দেড় শতাধিক পদপ্রার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।