ঢাকা: আগামী শনিবার (১৩ জুন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং।
এদিন রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালযে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
খালেদা ও মিংকিয়াংয়ের সাক্ষাতে কী নিয়ে আলাপ হবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএম/এইচএ