ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার খালেদার সঙ্গে দেখা করবেন চীনা রাষ্ট্রদূত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
শনিবার খালেদার সঙ্গে দেখা করবেন চীনা রাষ্ট্রদূত খালেদা জিয়া ও মা মিংকিয়াং

ঢাকা: আগামী শনিবার (১৩ জুন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং।

এদিন রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালযে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।



বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

খালেদা ও মিংকিয়াংয়ের সাক্ষাতে কী নিয়ে আলাপ হবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।