ঢাকা: ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি ও মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবলুকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার (১১ জুন) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
ড. রিপন বলেন, সংবিধান অনুযায়ী নাগরিকদের অবাধে মুক্তভাবে চলাচলের অধিকার আজ সরকার হরণ করে নিয়েছে। আমরা প্রায়ই লক্ষ্য করি, বিরোধী নেতাকর্মীদের বিদেশ গমনাগমনে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তাদের বিমানবন্দরে হয়রানি করা হয়, বিদেশ গমনে বাধা প্রদান করা হয়। সরকারের এ পদক্ষেপ নাগরিক অধিকার হরনের শামিল।
তিনি বলেন, জাকির হোসেন বাবলু একজন প্রথিতযশা ব্যবসায়ী। ব্যবসার কাজে তাকে প্রায়ই বিদেশে যেতে হয়। কিন্তু গতকাল (১০ জুন) তাকে দেশে ফেরার সময় গ্রেফতারের ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। এটা এ সরকারের দমননীতির ধারাবাহিকতারই অংশ।
বিএনপির এ মুখপাত্র অবিলম্বে বাবলুর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এইচএ