ঢাকা: আ.লীগ কাজে নয় বড় বড় কন্ট্রাক্টে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, জিয়াউর রহমান দেশের জন্য যে কাজ করে গেছে আ.লীগ তা স্বীকার করে না। আ.লীগ তো কাজে বিশ্বাস করে না বড় বড় কন্ট্রাক্টে বিশ্বাস করেন।
তিনি বলেন, আ.লীগ কি কাজ করে মানুষ জানে। ক্ষমতা থেকে তো একদিন যাবেন, যাবেন তো বটেই, গেলে বুঝবেন কত ধানে কত চাল।
আ.লীগ নেতাদের উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, মোদির সাথে খালেদা জিয়ার বৈঠক করলে আ.লীগের অনেক মন্ত্রী এমপি বলেছে তারা পদত্যাগ করবেন। কই, করেননি তো।
মোদি বাংলাদেশে আসার সাথে সাথে দুই দুইটি বিরাট বিরাট আকারের বিদ্যুতের চুক্তি হয়ে গেল এর পেছনে কার হাত আছে, সে ভারত ভক্ত মানুষটি কে সবাই জানে।
জিয়াউর রহমানের অনেক হত্যাকারীকে আ.লীগ সরকার ক্ষমতায় বসিয়েছে। এমনকি এমপি পর্যন্ত বানিয়েছে বলে এ সময় চ্যালেঞ্জ করেন হান্নান শাহ।
সংগঠনের সভাপতি মো. হানিফ ব্যাপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরইউ/আইএ/আরআই