ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিচার বিভাগ ডিজিটালাইজ করতে কাজ করছে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
‘বিচার বিভাগ ডিজিটালাইজ করতে কাজ করছে সরকার’ আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জ: সরকার বিচার বিভাগ ডিজিটালাইজড করতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।



আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ তাদের নানা লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগ ডিজিটালাইজড করতে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা আইনজীবীদের এবং দেশের স্বার্থ দেখবে আপনারা তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, মামলা পরিচালনা ও বিচার ব্যবস্থায় আপনাদের প্রতিযোগিতায় থাকতে হয়। আপনাদের সদিচ্ছা থাকলে বিচার ব্যবস্থায় ন্যায়বিচার সম্ভব।

নারায়ণগঞ্জ জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত পৃথকীকরণের বিষয়ে তিনি বলেন, দু’টি আদালত এক সঙ্গে থাকা উচিত। যে সমস্যাটা হয়েছে, এটা আমি জানতাম না, তাই এর সমাধান করার জন্য আমাকে সময় দিতে হবে। এখানে স্থান নিয়ে যে জটিলতা রয়েছে, সেটা যদি এখানকার এমপিরা সমাধান করেন তাহলে আমি দু’টি আদালত এক স্থানে আনতে বাকি কাজ সমাধান করে দেব।

এর আগে এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত দুই কিলোমিটার দূরে হলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই দু’টি আদালত এক করার অনুরোধ জানাই।

উল্লেখ্য- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা আদালতপাড়া। সেখানে জজ ও ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে। তবে নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় জুডিশিয়াল ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে ইতোমধ্যে আইনজীবী সমিতি বিক্ষোভ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এ এম একরামুল হক।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক, পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট এটি ফজলে রাব্বি প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০২৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।