ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় জামায়াতের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঢাকা: ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ১০ জন নিহত, ২৫ জন আহত ও ১৫ জন যাত্রী নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ উদ্বেগ প্রকাশ করেন।



বিবৃতিতে তিনি বলেন, মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যাত্রী নিয়ে কোনো নৌযান যেনো চলাচল করতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নৌ-পরিবহন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করি, নৌ-পরিবহন কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কার্যকর পদক্ষেপ নেবে।

বিবৃতিতে ট্রলার ডুবিতে নিহতদের স্বজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও আহ্বান জানান তিনি।

একই সঙ্গে এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত স্বজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মকবুল আহমাদ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।