রংপুর: নেতৃত্বে স্বেচ্ছাচারিতা, কর্মীদের সঙ্গে যোগাযোগহীনতা, নিষ্ক্রিয় ও গতিহীনতার কারণে ছাত্রলীগ পীরগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে কমিটি বিলুপ্তির জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সে অনুযায়ী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি বিলুপ্তি করেন।
বৃহস্পতিবার রাতে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি জানান, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে বিলুপ্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘন্টা, জুন ১১, ২০১৫
কেএইচ