ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ১১, ২০১৫
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রংপুর: নেতৃত্বে স্বেচ্ছাচারিতা, কর্মীদের সঙ্গে যোগাযোগহীনতা, নিষ্ক্রিয় ও গতিহীনতার কারণে ছাত্রলীগ পীরগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সভায় উপস্থিত সদস্যরা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে কমিটি বিলুপ্তির জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সে অনুযায়ী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি বিলুপ্তি করেন।

বৃহস্পতিবার রাতে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।

 জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি জানান, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে বিলুপ্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘন্টা, জুন ১১, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।