ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের ভ্রান্তনীতির কারণে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
সরকারের ভ্রান্তনীতির কারণে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা: মির্জা ফখরুল

ঢাকা: সরকারের ভ্রান্তনীতির কারণে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে সদ্য কারামুক্ত বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।



মির্জা ফখরুল বলেন, ‘সরকারের ভ্রান্ত নীতির কারণেই গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ’

এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, দলের যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার অনুষ্ঠেয় বিএনপির নির্বাহী কমিটির বৈঠক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান মির্জা ফখরুল।

সরকার জনগণের সমস্যা সমাধানে নজর না দিয়ে সংবিধান সংশোধন করে বাকশাল কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।