ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র বিরোধীরা স্বাধীনতার পক্ষের শক্তি নয়’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ১২, ২০১৫
‘গণতন্ত্র বিরোধীরা স্বাধীনতার পক্ষের শক্তি নয়’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন, তারা স্বাধীনতা সংগ্রামের পক্ষের শক্তি হতে পারে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শহীদ জিয়ার রাজনীতি ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ড. মঈন খান বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। আর একটি পক্ষ দাবি করছেন, গণতন্ত্রের চেয়ে আগে উন্নয়ন প্রয়োজন। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল দুটি। এর একটি গণতন্ত্র এবং অন্যটি অর্থনৈতিক মুক্তি।

‘তাহলে যারা আজ গণতন্ত্রের আগে উন্নয়নের কথা বলছেন তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলেন কীভাবে? আসলে তারা স্বাধীনতার বিপক্ষে কথা বলছেন। ’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের ক্ষমতা ও অর্থের প্রতি কোন লিপ্সা ছিল না। যদি থাকতো তাহলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরই তিনি ক্ষমতায় যেতে পারতেন!’

‘একটি আদর্শকে সামনে রেখে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, কিন্তু স্বাধীনতার পর আদর্শকে হত্যা করা হলো, বাকশাল কায়েম করা হলো,’ বলেন মঈন খান।
 
তিনি বলেন, কিন্তু ওই সময় সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হয় এবং দেশে গণতন্ত্র আসে।

‘দেশের মানুষ ইতিহাস ভুলে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জিয়া দেশপ্রেমিক ছিলেন। তিনি কখনও দুর্নীতি করেননি, অর্থের প্রতি তার লোভ ছিল না এজন্যই মানুষ তাকে এখনও পছন্দ করে।  

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির ‍এই সদস্য বলেন, আজ দেশের এই দুঃসময়ে তার (জিয়াউর রহমান) আদর্শ অনুসরণ করতে হবে। তবেই বর্তমান  এই অন্ধকার থেকে দেশের মানুষ মুক্তি পাবে।

ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর আ ন ম ইউসুফ হায়দার, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।