কুষ্টিয়া: বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া মার খেয়ে পিছু হটে হঠাৎ সুর বদল করে ভারতের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন বলে মন্তব্য করছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ- ভারতের যাত্রা শুরু হয়। দুই দেশের এই বন্ধুত্ব রক্ত দিয়ে শুরু হয়েছিল। সেখানে খালেদা জিয়া সন্ত্রাস লালন করেছেন, জঙ্গিদের আশ্রয়-প্রশয় দিয়েছেন। বাংলাদেশবিরোধী অপরাধ ঢাকতে খালেদা জিয়া বাংলাদেশ-ভারতের সর্ম্পকের মধ্যে উত্তেজনা ছড়িয়েছেন।
তিনি বলেন, প্রভুদের যেভাবে তোষামোদী করে, খালেদা জিয়া সেভাবে সাম্প্রতিককালে ভারতের সঙ্গে তোষামোদীর রাজনীতি করেছেন। প্রভুর কাছে অভিযোগনামা দাখিলের রাজনীতি করেছেন।
তিন সিটি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ লজ্জাজনক বলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের মন্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, আমার দেশের নির্বাচন আছে, নির্বাচনী আইনকানুন আছে। নির্বাচনী আইন-কানুন ভঙ্গ হলে, সেটা দেখভালের দায়িত্ব আমাদেরই। বিদেশি বন্ধু রাষ্ট্রের এ নিয়ে আনন্দ করারও কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রসাশক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এসআর