ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে সড়ক অবরোধ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
রাজশাহীতে সড়ক অবরোধ

রাবি(রাজশাহী): রাশাহীতে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

এর প্রতিবাদে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।



শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোপুরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবলীগের সভাপতি মেহেদী  হাসান ইয়ামিন ও মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান সাদ্দাম।

তাদেরকে মতিহার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু গাছের টেন্ডার নেয় রাকিব নামে স্থানীয় একটি ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন ইয়ামিন ও সাদ্দাম। কিন্তু রাকিব চাঁদা দিতে অস্বীকার করে। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে বিনোদপুর থেকে রাকিবকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইয়ামিন ও সাদ্দামসহ তাদের সহযোগীরা।

বিষয়টি বুঝতে পেরে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে অবস্থানরত পুলিশ তাদেরকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা ইয়ামিত আমিনুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় ইয়ামিন ও সাদ্দামকে আটক করে মতিহার থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, যুবলীগ নেতাকে আটকের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখে নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়ে। এসময় পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, বিনোদপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার সঙ্গে স্থানীয় একজন ব্যবসায়ীর কথা কাটাকাটির বিষয়টি জানতে গেলে তারা পুলিশকে লাঞ্ছিত করে।

সেখান থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বিনোদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।