ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে সই হওয়া ২২ দফা চুক্তি ও সমঝোতা স্মারক জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর প্রার্থনা ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
হান্নান শাহ বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি করেছিলেন, তা ৪০ বছরে সফল হয়েছে। সম্প্রতি মোদি-হাসিনা যে ২২ দফা চুক্তি হলো তা কত বছরে সফল হবে কে জানে! তবে দেখার বিষয় এখানে ভারতের স্বার্থ বেশি থাকলে তা দ্রুতই সফল হবে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে ২২ দফা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা জাতির সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। সব প্রকাশ করতে হবে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে হান্নান শাহ বলেন, চুক্তিতে কোনো শর্ত নেই, এ কথা আমাদের প্রধানমন্ত্রীর। তবে কেন চুক্তির পূর্ণ বিবরণ জাতির সামনে তুলে ধরা হচ্ছে না। জাতিকে বুঝতে দিন চুক্তির সামগ্রিক বিষয়ে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় ভোল পাল্টায়। তারা কালোকে সাদা বানায়। সাদাকে কালো। যুবলীগ-ছাত্রলীগ জঙ্গিকাজে লিপ্ত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ১২, ২০১৫
এমআইএস/আইএ