ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভারত স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পাশে রয়েছে।
শুক্রবার (১২ জুন) ঝালকাঠি শহরের পুরাতন স্টেডিয়ামে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আমু বলেন, তারা ভেবেছিল মোদির দল ক্ষমতায় এলে তাদের হাত শক্তিশালী হবে, তারাও ক্ষমতায় যেতে পারবে। তাদের সেই আশায় গুড়েবালি।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যআয়ের দেশে রূপান্তরিত হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার মেয়র মো. আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন মল্লিক, তরুন কর্মকার, আবু সাঈদ খান, এসএম রুহুল আমিন রেজভী, যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, কামাল শরীফ, হাফিজ আল মাহম্মুদ প্রমুখ।
সম্মেলন শেষে মো. লিয়াকত আলী তালুকদারকে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও মাহাবুব হোসেনকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এছাড়া সদর থানা আওয়ামী লীগে আব্দুর রশিদ হাওলাদারকে সভাপতি ও ইঞ্জিনিয়র মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এসআর