ঢাকা: বিএনপিকে জামায়াত ছাড়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নিন্দা জানিয়েছে জামায়াত।
শুক্রবার (১২ জুন) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এ নিন্দা জানান।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপিকে জামায়াত ছাড়ার যে পরামর্শ দিয়েছেন আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশের জনগণ ২০দলীয় জোটের সঙ্গে আছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় প্রয়োজনে ২০দলীয় জোট গঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ জোটের একটি গুরুত্বপূর্ণ শরিক দল। সুতরাং ২০দলীয় জোটের শরিক কোনো দলকে অপর দলের সঙ্গ ছাড়ার পরামর্শ মূলত: ২০দল ভাঙ্গার পরামর্শ।
এ পরামর্শ দিয়ে বি. চৌধুরী কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বলেও বিবৃতিতে প্রশ্ন রাখেন এ জামায়াত নেতা।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এলকে/আইএ