ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খেলাফত মজলিসের আমির ও মহাসচিব পুনঃনির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ১২, ২০১৫
খেলাফত মজলিসের আমির ও মহাসচিব পুনঃনির্বাচিত মাওলানা মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আব্দুল কাদের

ঢাকা: খেলাফত মজলিসের আমির পদে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব পদে ড. আহমদ আব্দুল কাদের পুনঃনির্বাচিত হয়েছেন।
 
শুক্রবার (১২ জুন) রাজধানীর শাহজাহানপুরের মাহবুব আলী মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন-২০১৫’তে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।



রাতে সংবাদ মাধ্যমে পাঠানো সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
 
অধিবেশনে আমির ও মহাসচিবসহ মোট ৩৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ২৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়। আগামী এক বছরের (২০১৫-১৬) জন্য এ নতুন কমিটি গঠিত হলো।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।