ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড় একটি দেশ হলেও তাদের আচরণ বন্ধুভাবাপন্ন।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির থিয়েটার মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত ‘মৌলিক অধিকার ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে।
প্রধান বিচারপতি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা মানবাধিকার সংরক্ষণের নীতিরই অংশ। বাক ও বিশ্বাসের স্বাধীনতার জন্য যেমন আইন রয়েছে, তেমনি আইন লঙ্ঘন করা হলেও প্রতিবিধানের ব্যবস্থা রয়েছে। আমাদের হাজারও আইন-বিধি রয়েছে। এগুলোর যথাযথ প্রয়োগ করে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলার জন্য সুশাসন জরুরি।
‘মৌলিক অধিকার ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। স্বাগত বক্তব্য রাখেন- মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারি।
আলোচনা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘রায়-কৃষ্ণ পদাবলী’ ও কাজী নজরুল ইসলামের ‘উন্নত মম শির’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের শিল্পীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইএস/এসএন