ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার(১৩ জুন’২০১৫) দুপুরে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকায় আনা হয়।



বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রথম দিন গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল।

টানা ৫ মাসের অধিক সময় কারাবাসকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকদিন আগে হাইকোর্ট উন্নত চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ১৩,২০১৫
এজেড/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।