ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের শেকড় অত্যন্ত মজবুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আওয়ামী লীগের শেকড় অত্যন্ত মজবুত ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের শেকড় অত্যন্ত মজবুত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে দশটায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



একযুগ পূর্তি, গুণিজন সংবর্ধনা ও ‘শেকড়ের সন্ধানে’ গ্রন্থের প্রকাশনা উৎসবটির আয়েজন করে প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন(পিএসএফ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকোট কামরুল ইসলাম  বলেন, জনগণের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে আওয়ামী লীগের শেকড় মজবুত বলেই এতো ঝড় ঝাপটার পরেও আওয়ামী লীগ আজ সমহিমায় সম্মুজ্জ্বল এবং রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে আছে।

তিনি বলেন, বিশ্বের বড় বড় মোড়লরা আমাদের বিরুদ্ধে। অনেকে অনেক কথা বলেন। তাদের  কথায় শেখ হাসিনা ভ্রুক্ষেপ করেননি। শেকড় মজবুত বলেই  বিশ্বব্যাংক পদ্মাসেতুর টাকা ফেরত নেওয়ার পরও  সম্পূর্ণ নিজ অর্থায়নে পদ্মাসেতুর কাজ হচ্ছে। বিশ্ব মোড়লদের কথায় শেখ হাসিনা ভয় পেলে বাংলাদেশের অভ্যুদয় হতো না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলো। কিন্তু এখন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যদি বিশ্ব মোড়লদের প্রেসক্রিপশন শুনতেন তাহলে বাংলাদেশ এগিয়ে যেতো না। আওয়ামী লীগের শেকড় অত্যন্ত মজবুত বলেই এটা সম্ভব হয়েছে বলে তিনি মতপ্রকাশ করেন।

বিএনপির শেকড় নেই  উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির শেকড় নড়বড়ে। আর শেকড় নড়বড়ে বলেই তারা আজ জামায়াতের পেটে ঢুকে গেছে। এটা আমরা বহুবার বলেছি। আজকে সে সত্য বের হয়ে আসছে। কারণ, তাদের দলের নেতারাই বলছেন, বিএনপি এখন জামায়াতের পেটে ঢুকে গেছে।

বিএনপি ক্রমান্বয়ে ভেঙ্গে যাচ্ছে। আগামী নির্বাচনের আগে দলটি ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যাবে বলেই তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন ব্যক্তিকে গুণিজন সংর্বধনা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ড. ইনামুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এলকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।