ঢাকা: রাজধানীর জুরাইনের পোস্তাগোলা এলাকায় জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ আহত হয়েছি কিনা তা জানাতে পারেনি পুলিশ।
নগর পুলিশের কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় পার্টির সংসদ সৈয়দ আবু হোসেন বাবলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী সানজিদা খানমের দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল।
ওই দ্বন্দ্বের জের ধরে দুপরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার কার্যালয়ে হামলা চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি আবদুস সালাম।
তবে এমপি আবু হোসেন বাবলার ব্যক্তিগত সহকারী সুজন দে বাংলানিউজকে জানান, ভাঙচুর কিংবা হামলার কোনো ঘটনা ঘটেনি। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবারও শ্যামপুর এলাকায় বাবলার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৩,২০১৫
এনএ/এমএ