ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির দ্বিতীয় তলার করিডোরে ছাত্র ইউনিয়নের ১৩তম সম্মেলন এ নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র সুশান্ত ওঝাকে সভাপতি এবং ফলিত পদার্থ বিজ্ঞান ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র তাহমিদ হাসান পরশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি শাহরিয়ার আজম, আব্দুল হালিম, সহ সাধারণ সম্পাদক আল আমিন সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক মারুফ ওয়াহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজা আক্তার লাকি।
সদস্যরা হলেন, নুরুন্নবী সবুজ, আবির হোসেন, মেহেদী হাসান, শাহাদাত তিমির, এনামুল ইসলাম, শরিফুল ইসলাম ও মিলন পাল।
এরআগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যক্ষ আকমল হোসেন।
সম্মেলনে বিদায়ী সভাপতি রকিব মোহাম্মদ হাসান রকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম সারোয়ার জামিল, কুষ্টিয়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুল ইসলাম, ইবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বিপ্লব সাহা, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা উদীচি শিল্পগোষ্ঠীর সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসআর