ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

২০২১ এর আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
২০২১ এর আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ মতিয়া চৌধুরী

শেরপুর: আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শনিবার(১৩ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষি বিভাগের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে  ভর্তুকির পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেসার বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে এ কথা বলেন তিনি।



মতিয়া চৌধুরী বলেন, ২০০৮ সনে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা জাতিকে সতেজ করে তুলেছেন শেখ হাসিনা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, শেরপুরের  জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, আব্দুস সবুর,  কৃষক প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ।

অনুষ্ঠানে ৩০ শতাংশ ভতুর্কি দিয়ে ৫০টি পাওয়ার টিলার ও ৩০টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।