ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কথা হয়েছে দেশের চলমান রাজনৈতিক বিষয়েও।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।