ঢাকা: ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
গত শুক্রবার (১২ জুন) রাত ১০টায় তিনি ঢাকা পৌঁছান।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার (১৩ জুন) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা পৌঁছানোর পর বাসাতেই অবস্থান করছেন হাসিনা আহমেদ। ফের কবে শিলং যাবেন সে ব্যাপারে কাউকে কিছু বলছেন না তিনি। আপাতত সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন হাসিনা।
সূত্র জানায়, পুলিশ হেফাজত ও হাসপাতাল থেকে মুক্ত করে একটি আবাসিক কটেজে সালাহউদ্দিনকে তুলে দিয়ে কয়েকদিনের জন্য ঢাকা ফিরেছেন হাসিনা। সন্তানদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে আবার শিলং যাবেন তিনি।
গত ১২ মে স্বামীর সন্ধান পাওয়ার পর ১৭ মে শিলং যান হাসিনা আহমেদ। এরপর টানা ২৮ দিন সেখানে অবস্থান করে স্বামীর জন্য আইনি লড়াই চালিয়ে যান।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এজেড/জেডএস