ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘ইনু খালেদা বিষয়ক মন্ত্রী’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
‘ইনু খালেদা বিষয়ক মন্ত্রী’ ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে খালেদা বিষয়ক মন্ত্রী হিসেবে অভিহিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ড. রিপন বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কথা শুনলে মনে হয় তিনি সরকারের খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী।

তার কাজই হলো খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং লাগামহীন কথা বলা।

রিপন এ সময়, ইনু সহ সরকারের কতিপয় মন্ত্রী এবং নেতাকে বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেশের রাজনীতিতে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
 
দেশে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা যেমন, রাজধানী পুলিশ সদস্য ধর্ষণ, ফেনীতে র‌্যাবের হাতে সরকার দলীয় ক্যাডারদের অস্ত্র সহ আটক হওয়া, ঢাকার রাজপথে সাংসদ পুত্রের রিকশাচালক ও সিএনজি অটোরিকশা চালক হত্যা, চলন্ত মাইক্রোবাসে গারো উপজাতি কর্মজীবী নারী ধর্ষণ, সিলেটে মন্ত্রী মহসিন আলীর সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে অশালীন উক্তি ইত্যাদির প্রসঙ্গ টেনে ড. রিপন বলেন,‘দেশে সম্প্র্রতি কিছু ঘটনা ঘটেছে। এই অবস্থা চলতে থাকলে এবং এসব ঘটনা প্রতিরোধে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া না হলে দেশ নৈরাজ্যের দিকে ধাবিত হবে।

এ সব ঘটনার জন্য ৫ জানুয়ারির নির্বাচনকে দায়ী করে তিনি বলেন, যদি এই নির্বাচন সব দলের অংশগ্রহণে হতো, জনগণের ভোটে হতো তাহলে কেউ আর এসব ঘটনা ঘটানোর সাহস পেতো না। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে দেশে এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার।

ড. রিপন বলেন, আমরা আশা করবো সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

তথ্যমন্ত্রী সহ  কতিপয় মন্ত্রী এবং সরকার দলীয় নেতাদের খালেদা জিয়া ও বিএনপি নিয়ে বিভিন্ন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করবে না।

সরকারি দল দেশের রাজনীতিতে আস্থার পরিবেশ নষ্ট করছে উল্লেখ করে ড. রিপন বলেন, বিদেশি কূটনীতিকরা দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। বিএনপি সেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলেও সরকারি দলের নেতারা কুরুচিপুর্ণ বক্তব্য রেখে সেই আস্থা নষ্ট করার ব্যবস্থা করছে।

প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।