ঢাকা: পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ জুন) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।
হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে পুলিশ পল্টন থানায় এ মামলাগুলো দায়ের করে।
আদালতে এ জামিন আবেদনের পক্ষে রয়েছেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।
আইনজীবী সগীর হোসেন লিওন জানান, ফখরুলকে এ তিন মামলায় গ্রেফতার দেখানো হয়নি। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ।
তিনি আরও জানান, পুলিশের ওই আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরে এসব মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করে আদালত।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইএস/এসইউ