ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রোজায় এবার খালেদার চার ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
রোজায় এবার খালেদার চার ইফতার খালেদা জিয়া

ঢাকা: আলেম, ওলামা ও এতিম, রাজনৈতিক নেতা, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতা ও কূটনীতিকদের সম্মানে এবারের রোজায় পৃথক চারটি ইফতার মাহফিলের আয়োজন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
 
বিএনপির চেয়ারপার্সনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান রোববার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।


 
তিনি জানান, প্রতি বছরের মতো এবারও আলেমা-ওলামা ও এতিমদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করবেন খালেদা জিয়া। রাজধানীর স্কাটনের লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল হবে।
 
এ ছাড়া আগামী ২১ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবেন বিএনপির চেয়ারপার্সন। ওই মাহফিলে দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘নবরাত্রি’ হলে এ ইফতার মাহফিল হবে।
 
বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে খালেদা জিয়ার ইফতার মাহফিল আগামী ২২ জুন। এটিও অনুষ্ঠিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘নবরাত্রি’ হলে।
 
বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানেও ইফতার পার্টির আয়োজন করবেন খালেদা জিয়া। তবে এখন পর্যন্ত এর স্থান ও তারিখ নির্ধারণ হয়নি।
 
আলেম-ওলামা-এতিম, রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও কূটনীতিকের সম্মানে ইফতার মাহফিল আয়োজনের পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠন আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেবেন খালেদা জিয়া।
 
সূত্র মতে, ঢাকা মহানগর বিএনপি, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জাতীয়তাবাদী ছাত্রদল, জোটসঙ্গী জামায়াত, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ইসলামিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন খালেদা জিয়া।
 
ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) নেতৃত্বাধীন বাংলাদেশ বিকল্পধারা’র ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপি প্রধান।
 
এ ছাড়া অন্যান্য বছরের মতো এবারও পবিত্র উমরাহ পালনের জন্য রোজার শেষ ১০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারেন খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এজেড/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।