ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে যুবদল নেতা সালামকে মারধর

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
নয়াপল্টনে যুবদল নেতা সালামকে মারধর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালামকে মারধর করে গুরুতর আহত করেছে একদল যুবক।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় অবস্থিত যুবদল অফিসে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপির প্রেসব্রিফিংয়ের পর চতুর্থ তলায় যুবদল অফিসে অবস্থান করছিলেন অ্যাডভোকেট সালাম। ‍দুপুর আড়াইটার দিকে ১০-১২ জন যুবক সেখানে গিয়ে তাকে মারধর করতে থাকে। এ সময় তাদের কিল-ঘুষি-লাথিতে মারাত্মক আহত হন সালাম। মারধরের পর দ্রুত বিএনপি অফিস ত্যাগ করে হামলাকারীরা। মাথায় আঘাতপ্রাপ্ত সালামকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়।

তবে হামলাকারী যুবকরা ‍অপরিচিত বলে জানিয়েছে বিএনপি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।