রংপুর: রংপুরে আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৪ জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেন্ডাবারী ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম পচার ভাতিজা বউ শারমিন আক্তার তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে আসেন। সেখান থেকে ভেন্ডবারী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলমের বাড়িতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।
তবে মঞ্জুরুল আলম ও তার স্ত্রী মারধর করেছেন এমন অভিযোগ করেন শারমিন আক্তার।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংবাদ পেয়ে ভেন্ডাবারী ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত হলে সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বেশ ক’টি বাড়ি ভাঙচুরও চালায় তারা। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
এদের মধ্যে ৫ জন পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, ভুল বোঝাবুঝি থেকে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এটি