ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাগেরহাট জেলা বিএনপির পরিচিতি সভায় হামলা: সাধারণ সম্পাদকসহ আহত ১৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাগেরহাট: বাগেরহাটে জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় সন্ত্রাসী হামলায় সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাজার এলাকায় রাস্তার উপর সভা চলাকালে এ ঘটনা ঘটে।



এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বাগেরহাট জেলা বিএনপি সভাপতি এমএ সালাম। তবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু এই অভিযোগ অস্বীকার করেছেন।

আহতদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সুভাষ চক্রবর্তী, আলিমুজ্জামান রুবেল, আলম মেম্বার, টুলু বিশ্বাস, রফিকুল ইসলাম ও শফিকুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম শাহিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি বলেন, ‘শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা দিতে আসেননি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।