ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বুলবুলের বরখাস্তের আদেশ আপিল বিভাগেও বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
বুলবুলের বরখাস্তের আদেশ আপিল বিভাগেও বহাল

ঢাকা: রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্তের আদেশ বহাল রেখে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগও।

সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে বরখাস্তই থাকছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।



গত ৪ জুন বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে নিয়মিত আপিল বেঞ্চ রোববার (১৪ জুন) শুনানি শেষে ওই আদেশ বহাল রাখেন। বুলবুলের পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ এম হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা মামলাসহ নাশকতার চার মামলায় বুলবুলের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দাখিলের পর গত ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ১২ (১) ধারা মোতাবেক বরখাস্ত হন তিনি।

মন্ত্রণালয়ের এ আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বুলবুল। গত ২৮ মে তার আবেদন আমলে নিয়ে মন্ত্রণালয়ের আদেশ একমাসের জন্য স্থগিত করেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ।

স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১ জুন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযাম উল আযীমকে দায়িত্ব দেয়। পরদিন ২ জুন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আপিল বিভাগের আদেশের ফলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিযাম উল আযীম নিযামের দায়িত্ব পালন করতে আইনগত সব জটিলতাই দূর হলো।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।