ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মূল দলের সহযোগিতা নেই, হতাশায় বগুড়া ছাত্রদল

ইসমাইল হোসেন ও বেলাল হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
মূল দলের সহযোগিতা নেই, হতাশায় বগুড়া ছাত্রদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া থেকে: ‘বগুড়ায় অনেক ত্যাগ স্বীকার করে আন্দোলনের মাঠে ছিল ছাত্রদল। জেলা ও শহর শাখা ছাত্রদল নেতা-কর্মীদের প্রত্যেকের নামে ১৪/১৫টি করে মামলা।

সত্যিকার অর্থে আমরা দলের কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। মামলা থেকে জামিন করিয়ে দিলে সরকারবিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখতে পারব। ’
 
মামলার ভারে জর্জরিত হয়েও মূল দল থেকে সহযোগিতা না পেয়ে বগুড়া জেলা বিএনপি নেতাদের সামনে এভাবেই ক্ষোভ ঝাড়লেন বগুড়া শহর শাখা ছাত্রদলের সহ-সভাপতি জামিলুর রহমান শাওন।
 
শনিবার (১৩ জুন) জেলা বিএনপি অফিসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শহর ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের দৈন্যদশার কথাও তুলে ধরেন জামিলুর।
 
এ সময় উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানসহ নেতাদের উদ্দেশ্যে শাওন বলেন, জেলা ছাত্রদলের সভাপতির নামে ৬৮টি মামলা, শহর ছাত্রদল সভাপতির নামে ৯২টি মামলা। মিছিল করার কিছুক্ষণ পরেই দেখি গ্রেফতার, হুমকি। এসবের মধ্যেও আমরা মাঠে আছি। কিন্তু দলের সহযোগিতা পাইনি।
 
বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মামলার ভারে জর্জরিত হয়ে সহযোগিতা না পেয়ে প্রকাশ্যে মিছিল-মিটিং একদমই বন্ধ করে দিয়েছেন। অনেক নেতা-কর্মী জেলে, কেউ বা আছেন পলাতক। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৪ দিনের কর্মসূচিও ছিল ঘরোয়া। আর তাতে নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল হাতে গোনা। এতে ধীরে ধীরে বগুড়া জেলা বিএনপির অঙ্গসংগঠনগুলো নিস্তেজ হয়ে পড়ছে বলে বিশ্লেষকদের মত।

এমন দুর্বল কর্মতৎপরতার কথা স্বীকার করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান।
 
শনিবারের সভায় হাতে গোনা কয়েকজন নেতা-কর্মীর উপস্থিতিতে বক্তব্যকালে ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদল মাঠশূন্য হলে নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তোমরাই আগামীতে মাঠে পথ নির্দেশ করবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই।
 
বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, জেলা ও শহর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও মূল দলের সহযেগিতা পাচ্ছেন না তারা।
 
তাদের অভিযোগ, দলের কাছে সাহায্য না পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এতে দিন দিন দুর্বল হচ্ছে সাংগাঠনিক কাঠামো।
 
এ বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদীন চান বাংলানিউজকে বলেন, প্রত্যেকের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা আছে, এটা ঠিক। আমরা কীভাবে টিকে আছি উপরওয়ালা জানেন।
 
মামলার ব্যাপারে সহযোগিতা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য দলের আইনজীবীদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে। এ সেলে কাগজপত্র দিলে তারা আইনি সহযোগিতা দেবে।
 
মামলার কারণে দল ও অঙ্গসংগঠনে তার প্রভাব পড়ছে কি না- জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, কর্মসূচিতে বিঘ্ন ঘটছে। লোকবল কম দেখা যাচ্ছে। সবাই ভাবে নেতৃত্ব শূন্য।

ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, এটা কেটে উঠবো আমরা।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।