ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুল-নজরুলের সুস্থতা কামনায় দোয়া

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ফখরুল-নজরুলের সুস্থতা কামনায় দোয়া ফাইল ফটো

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে শ্রমিক দল।

রোববার (১৪ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।



এতে উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম। দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি, শ্রমিক দল, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা।

বিশেষ দোয়া দরুদ পাঠের পর মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানরা রফিকুল ইসলাম। মোনাজাতে মির্জা ফখরুল ও নজরুলের আশু সুস্থতা কামনা করা হয়। এসময় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতও কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।