ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলাম ছাড়া অধিকার পাওয়া সম্ভব নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইসলাম ছাড়া অধিকার পাওয়া সম্ভব নয় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম / ছবি: সংগৃহীত

ঢাকা : ইসলাম ছাড়া মানুষের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ( চরমোনাই পীর)।

রোববার (১৪ জুন)  সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বিশ্বব্যাপী মানুষ আজ অধিকার আদায়ের সংগ্রাম করছে। আর শাসক শ্রেণী মানুষের অধিকার আদায়ের  কথা বলে বিভিন্ন ওয়াদা ও কথার ফুল ঝুড়ি ঝরালেও মানুষের সাংবিধানিক অধিকার লুন্ঠিত হচ্ছে বার বার। কিন্তু ইসলাম মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করেছে।

চরমোনাই পীর বলেন, ইসলাম শুধু মুসলমানের নয়,সব ধর্ম ও বর্ণের মানুষের সব অধিকার নিশ্চিত করেছে। আর সে কারণেই ইসলাম ছাড়া মানুষের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়।

বিবৃতিতে তিনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে ব্রত হবার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এলকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।