ঢাকা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে সরকারের সমালোচনা করলেই শুধু চলবে না। ভালো কাজের প্রশংসাও করতে হবে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
রোববার (১৪ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ শেখ রাজ্জাক আলীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. রেজোয়ান আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
কর্নেল অলি এসময় বলেন, শেখ রাজ্জাককে একজন সফল সাংবাদিক, রাজনীতিবিদ ও স্পিকার হিসেবে দেখেছি আমি।
তিনি আরও বলেন, স্পিকার থাকাকালে শেখ রাজ্জাক আলী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে নয়, সংসদ সদস্যদের দিকে তাকিয়ে সংসদ পরিচালনা করতেন। তিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই অত্যন্ত সফল ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এনএ/ উর্মি/ আরএইচ