ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াতের ১০৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
দিনাজপুরে জামায়াতের ১০৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

দিনাজপুর: দিনাজপুর জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ১০৭ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।



পরিদর্শক আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার দু’টি মামলা তদন্ত শেষে জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আবু আলা মাহবুবুর রহমান ওরফে ভূটূসহ ১০৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিট দাখিলের পর আদালত তা গ্রহণ করে দু’টি মামলায় পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানান পরিদর্শক।

২০১৩ সালের ২৮ জানুয়ারি শহরের মুন্সিপাড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় ও পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। দীর্ঘ ২ বছর ৫ মাস তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলো।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।