ঢাকা: বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিষিদ্ধ প্রেমের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘অনেকে বলেন বহুদিন ধরে প্রেমিক-প্রেমিকার দেখা না হলে যে অনুভূতি হয় বিএনপি-জামায়াতের সম্পর্কও তেমনি। কিন্তু আমি বলবো, বিএনপি-জামায়াতের সম্পর্ক নিষিদ্ধ প্রেমের মতো। যে প্রেম অত্যন্ত গভীর, অত্যন্ত আবেগঘন। যে সম্পর্কের কথা মুখে বলা যায় না। ’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে আপনাদের এই গভীর প্রেম বাংলাদেশের মানুষ ও সারা বিশ্ব চায় না। তাই জামায়াতের ভালোবাসা বাদ দিয়ে জনগণের ভালবাসা আদায় করার চেষ্টা করুন। ’
জামায়াতকে ছাড়তে না পারলে বিএনপির মুসলিম লীগের পরিণতি হবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির বর্তমান এলোমেলো রাজনীতিতে ঘি ঢেলেছেন দলটিরই প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদোজ্জা চৌধুরী।
হাছান মাহমুদ আরো বলেন, ভারতের আনন্দবাজার ও অন্যান্য গণমাধ্যমের সূত্রমতে নরেন্দ্র মোদি খালেদা জিয়াকে তিনটি প্রশ্ন করেছিলেন। যার কোন সদুত্তর বেগম খালেদা জিয়া দিতে পারেননি। এরপর থেকেই বিএনপি আবারো ভারত বিরোধী বক্তব্য দেয়া শুরু করেছে এবং তিস্তা চুক্তি নিয়ে নানারকম অপপ্রচার করছে।
সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লা আল কায়সারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, সাজাহান আলম সাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
কেএইচ