ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এরশাদ হুসেইন মুহাম্মদ এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
 
সোমবার (১৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা দেন।


 
এর আগে গত ৯ জুন রাতে এরশাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসআইএস/টিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।