ঢাকা: রাজধানীর পল্টন থানার গাড়ি ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার চারটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু’র জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পল্টন থানার চারটি মামলার শুনানি হয়।
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা জামিনের আবেদন নামঞ্জুর করেন।
দুদু’র অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
রাজধানীর মিরপুর থেকে গত ১১ জানুয়ারি রাত ৯ টায় দুদুকে আটক করে পুলিশ। মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
সম্পাদনা: এমআই/এসএইচএস/জেডএম