গাইবান্ধা: গাইবান্ধায় পৃথক অভিযানে আঞ্চলিক কমান্ডারসহ শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- জেলার সাদুল্যাপুর, পলাশবাড়ী ও রংপুরের পীরগঞ্জ উপজেলা আঞ্চলিক কমান্ডার হাবিবুর রহমান হাবিব (২৭) ও জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলাম (২৮)।
সোমবার (১৫ জুন) ভোরে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে হাবিবকে ও পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে আমিনুলকে গ্রেফতার করা হয়।
হাবিব সাদুল্যাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল শেখের ছেলে ও আমিনুল ইসলাম পলাশবাড়ী উপজেলার কেত্তারপাড়া গ্রামের দেলোয়ার হোসেন দুলুর ছেলে।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, হাবিবের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতা ও সহিংসতার ঘটনায় আমিনুলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় এক ডজন মামলা রয়েছে। গোপন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে বাংলানিউজকে জানান পুলিশের ওই দুই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএ