ঢাকা: প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিও জানানো হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, প্রায় ৮৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৭০ শতাংশ শিক্ষার্থী অধ্যায়ন করেন। দেশের বিশাল অংশের শিক্ষার্থীদের ওপর ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হলে তাদের শিক্ষাজীবন হুমকির সম্মুখীন হতে পারে।
তিনি বলেন, কল্পনা বিলাসী ও বাস্তবায়নের অযোগ্য প্রস্তাবিত এ বাজেটে অনুন্নয়ন খাতে ব্যয় অনেক বাড়লেও কমে গিয়েছে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর বরাদ্দ। জাতিসংঘের ইউনেসকোর সুপারিশে শিক্ষাখাতে জিডিপির ছয় শতাংশ বরাদ্দের কথা বলা হলেও কিন্তু দেশের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র দুই শতাংশ।
প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংগঠনটির সহসভাপতি আজমল হোসেন পাইলটের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন, সহসভাপতি নাজমুল হাসান, আতিকুল হাসান, যুগ্মসম্পাদক মামুন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আইএএ/এসএন/আরআই