ঢাকা: ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার (১৫ জুন) বিকেল সোয়া ৪টার দিকে চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়।
সাত সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার জুয়ো ইয়াস হু।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সেই সঙ্গে কথা হতে পারে দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও।
বৈঠকে উপস্থিত আছেন সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএম/আইএ