ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘নিখোঁজ’ ছাত্রদল নেতা খোকনের খোঁজ মিলেছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
‘নিখোঁজ’ ছাত্রদল নেতা খোকনের খোঁজ মিলেছে আনিসুর রহমান তালুকদার খোকন

ঢাকা: ‘নিখোঁজ’ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের সন্ধান মিলেছে।

সোমবার বিকেল সাড়ে চারটায় খোকন সহ তিন ছাত্রদল নেতাকর্মীকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করে র‌্যাব।



বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। অপর দুই ছাত্রদল কর্মীর নাম জনি ও বাবু বলে  জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ মার্চ গভীর রাতে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকনকে রাজধানীর আদাবরের নিজ বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার। তবে পরবর্তীতে এ অভিযোগ অস্বীকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকেই নিখোঁজ ছিলেন খোকন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।