নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লা থেকে আরিফুল আলম ওরফে আরিফ (৩২) নামে ছাত্রদলের এক নেতাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মিঠুকেও গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় কাশিপুর এলাকা থেকে তারা গ্রেফতার হন।
গ্রেফতার হওয়া আরিফুল আলম কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। এ সময় মাদক ব্যবসায় যান হিসেবে ব্যবহার হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সামছুলের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায় ব্যবহার হয় এমন একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২১-২১৭৯) আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আইএ/