গাইবান্ধা: গোপন বৈঠক থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় মাদ্রাসা সুপার আবুল হোসেনের পৌর শহরের তেঁতুলতলার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সুপার চার পুলিশ সদস্য হত্যা মামলার আসামি জামায়াত নেতা আবুল হোসাইন (৪৫), ঝিনিয়া পূর্বপাড়া গ্রামের নুরুল হক (৫৫), পৌর এলাকার রামডাকুয়া গ্রামের জামায়াত নেতা সুলতান আলী (৫১), মীরগঞ্জ বাজারের শিবির নেতা মশিউর রহমান (২৮), বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের জামায়াত নেতা আতাউর রহমান (৫২), তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মশিয়ার রহমান (৪৪), শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের আসাদুজ্জামান লেবু (৪০), কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার শান্তিরাম গ্রামের নুরুল আলম (৪৫), উত্তর কালিরখামার গ্রামের ইদ্রিস আলী (৪০), বেলকা ইউনিয়নের বেলকা বাজার এলাকার জাহাঙ্গীর আলম (৪৫), মধ্য বেলকা গ্রামের মোজাহার আলী (৫০), তারাপুর ইউনিয়নের মধ্য তারাপুর গ্রামের মমিনুল ইসলাম (৪৫) ও রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা গ্রামের মোর্শেদুল হক (৩০)।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা, হত্যাসহ বিভিন্ন থানায় অভিযোগে মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এএটি/পিসি