ফরিদপুর: ফরিদপুরে ৪০টি বোমাসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন (৩৯) ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব।
সোমবার (১৫ জুন) ভোরে জেলাসদরের কানাইপুরের তেতুলতলা ফুড ভিলেজ অ্যান্ড পার্টি প্যালেসের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ ঢাকা যাওয়ার সময় ওই এলাকায় অপেক্ষা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানের নেতৃত্বে র্যাবের একটি দল রাত তিনটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব আরও জানায়, গত বছর ৫ জানুয়ারি পলাতক আসামি সোহেল, নুর আলম, মাজেদুর, কালাম, রিয়াজ, রানা, রাকিব, তানভীরসহ আরও অনেকে মিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালায় বলে আটকের পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি রাজধানীর পল্টন থানা ও সত্রাপুর থানায় পৃথক দু’টি বিস্ফোরক মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি।
উদ্ধার হওয়া মালামালসহ আটকদের সোমবার (১৫ জুন) বিকেলে ফরিদপুর জেলার কোতয়ালি থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.আমিনুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে আনিসুর রহমানসহ তিনজনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটকদের মঙ্গলবার (১৬ জুন) জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএইচ/এএ